সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) উপজেলার কাইল্যানী হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাইদুর মিয়া (৩০) ও মো. রাকিব মিয়া (১৬)। সাইদুর মিয়া উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মুকলিব আলীর ছেলে। অন্যদিকে মো. রাকিব মিয়া একই বাড়ির ফজল মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাওরে মাছ ধরতে যান সাইদুর মিয়া ও রাকিব মিয়া। সঙ্গে সাইদুর মিয়ার মেয়ে ছোট্টমনিও (৭) ছিল। মাছ ধরার এক পর্যায়ে বজ্রপাতে নৌকা থেকে পড়ে দুইজন নিখোঁজ হন। পরে সাত বছরের ছোট্টমনি নৌকা চালিয়ে বাড়িতে এসে খবর দিলে স্বজনরা হাওরে খোঁজাখুঁজি করেন। পরে দুইজনের মরদেহ ভেসে উঠলে উদ্ধার করেন।
মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বলেন, মাছ ধরতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।