1. dailyfulki04@gmail.com : fulkinews24 :
মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ন
করোনা সর্বশেষ :

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত ২১৮ জনের মধ্যে পুরুষ ১৩৪ জন এবং নারী ৮৪ জন তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জনের মৃত্যু হয়

হঠাৎ স্টেডিয়ামে ঢুকে পড়ল প্রকাণ্ড কালো চিতা (ভিডিও)

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

ফুটবল ম্যাচ উপভোগের জন্য গ্যালারিতে বসে ৭০ হাজার দর্শক। হঠাৎ স্টেডিয়ামে লাফিয়ে ঢুকে পড়ল কালো রঙের সবুজ চোখের অতিকায় এক চিতাবাঘ।

গ্যালারি থেকে দুই লাফে গিয়ে জায়ান্ট স্ক্রিনের ওপর দাঁড়াল। সেখানে একটি ব্যানার থাবার নখরে ছিঁড়েখুঁড়ে দিল। তা মুখে নিয়ে ফের লাফ দিয়ে নামল মাঠে। বেশ কয়েকজন মানুষের সামনে তাকে হলিউড সিনেমার গডজিলার মতো দেখাল।

চারিদিকে ঘুরে ফিরে ফের লাফিয়ে গিয়ে উঠল জায়ান্ট স্ক্রিনে। দর্শকদের দিকে তাকিয়ে জ্বলজ্বলে সবুজ চোখ দেখাল। ভয়ঙ্কর দর্শন দাঁত দেখিয়ে গর্জন দিল। এরপর স্টেডিয়ামের বাইরে লাফিয়ে পড়ে হাওয়ায় মিলিয়ে গেল।

এমন ঘটনা সত্যি সত্যি দেখা গেছে আমেরিকানদের জাতীয় ফুটবল লিগের (এনএফএল) নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে ।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের সেই দৃশ্য যা দেখে দুর্বল হৃদয়ের দর্শকদের প্রাণ যায় যায় অবস্থা।

ঘটনাটি দৃশ্যমান হলেও ভয়ঙ্কর চিতা অবশ্যই বাস্তবের নয়। প্রকাণ্ড এই চিতার উপস্থিতি ছিল ডিজিটাল মাধ্যমে। এটি ছিল একটি অত্যাধুনিক প্রযুক্তির থ্রি-ডি ভিডিও শো।

স্থানীয় সময় রোববার ছিল ক্যারোলাইনা প্যানথার্স বনাম নিউইয়র্ক জেটসের ম্যাচ। সে ম্যাচেই দর্শকদের চমকে দিতে এমন প্রদর্শণীর আয়োজন করেছে ক্যালাইনা প্যানথার্স। গেম ইঞ্জিন ‘আনরিয়েল ইঞ্জিন’–এর মাধ্যমে ‘দ্য ফেমাস গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠান এই ডিজিটাল শোর আয়োজন করে।

মূলত ক্যালাইনা প্যানথার্স দলের লোগোই হচ্ছে কালো চিতা। আর ডিজিটাল ফর্মে নিজেদের লোগোকে জীবন্তভাবে উপস্থাপন করল দলটি।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © FulkiNews24
Go to Fulki TV